সন্দেশখালির ঘটনায় এখনই কোনও ব্যবস্থা নয় ইডির বিরুদ্ধে

এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটি ওঠে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির ঘটনায় আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। অথচ তাঁদের বিরুদ্ধেই এফআইআর করেছিল ন্যাজোট থানার পুলিশ। বিনা অনুমতিতে তল্লাশি, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল ইডির বিরুদ্ধে। আজ ছিল সেই মামলার শুনানি।

এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটি ওঠে। সেখানে বিচারপতি মৌখিক আকারে বলেন, ‘আদালতে এই মামলার পরিপ্রেক্ষিতে পালটা মামলা করার অনুমতি রয়েছে ইডির। ইডি চাইলে মামলা করতেই পারে’। একই সাথে মামলার বিষয়ে বলেন, ‘আপাতকালীনের জন্যে ইডির বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও পদক্ষেপ। ইডি আধিকারিকদের গ্রেফতারিরও অনুমতি নেই’। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

এদিকে, বিচারপতি রাজাশেখর মান্থা ইডির মামলা করার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, ‘ইডি চাইলে মামলা করতেই পারে। তিনি শুনবেন বিষয়টি’। যা জানা যাচ্ছে, দুপুর ১২টায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠছে এই মামলাটি।

hiren