নিজস্ব সংবাদদাতাঃ নাইজারের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থান নিয়ে আলোচনার পর শুক্রবার এক কর্মকর্তা বলেন, 'পশ্চিম আফ্রিকার নেতারা আদেশ দিলেই ইকোওয়াস বাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত।'
ঘানার আক্রায় আলোচনার দ্বিতীয় দিনে পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা সম্ভাব্য সশস্ত্র হস্তক্ষেপের বিস্তারিত বিবরণ দিয়েছেন বলে জানিয়েছেন ইকোওয়াসের রাজনৈতিক বিষয়ক ও নিরাপত্তা বিষয়ক কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ।
মুসাহ বলেন, 'আদেশ পেলেই আমরা প্রস্তুত। তবে নেতারা জোর দিয়ে বলেছেন যে তারা এখনও সংলাপের পক্ষে এবং ইকোওয়াস শনিবার অর্থাৎ আজ নাইজারে একটি কূটনৈতিক মিশন পাঠাতে পারে। সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের শান্তিপূর্ণ পথ অব্যাহত রাখতে আজ ইকোওয়াসের একটি মিশন নাইজারে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'
মুসাহ বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে প্রস্তুত, কিন্তু এর জন্য সময় লাগবে।'