নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা ভোটের আগে ঝাড়খণ্ডের ভারপ্রাপ্ত ডিজিপিকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।
আসন্ন ঝাড়খণ্ড নির্বাচনের আগে, নির্বাচন কমিশন শনিবার রাজ্য সরকারকে ভারপ্রাপ্ত ডিজি অফ পুলিশ (ডিজিপি) অনুরাগ গুপ্তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, কারণ পূর্ববর্তী নির্বাচনগুলোতে তাঁর বিরুদ্ধে অভিযোগের "ইতিহাস" রয়েছে।
প্রসঙ্গত, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন দু'দফায় অর্থাৎ ১৩ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সূত্রে খবর, গুপ্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে গত নির্বাচনের সময় কমিশনের নেওয়া অভিযোগের ভিত্তিতে। ডিজিপি-র দায়িত্ব এখন ক্যাডারের সবচেয়ে সিনিয়র ডিজিপি পর্যায়ের অফিসারের হাতে তুলে দেওয়া হবে।
সূত্রে খবর, অজয় কুমার সিংকে রাজ্যের ডিজিপি পদে পুনর্নিয়োগ করা হবে