নিজস্ব সংবাদদাতা: লাগাতার মূল্যবৃদ্ধির জের। খামতিটা কোথায়? উত্তর খুঁজছে সাধারণ মানুষ, বিক্রেতা, রাজ্য সরকার এবং বিরোধীরা। আর সেই তথ্য খুঁজতেই এবার বাজারে নামল টাস্ক ফোর্স।
সবজির মূল্যবৃদ্ধি রুখতে সল্টলেকের বাজারে অভিযান করল টাস্ক ফোর্স। হাওড়া, বারুইপুর, ব্যারাকপুরেও সপ্তাহের প্রথম কাজের দিন অভিযান চালানো হবে। বাজারের কী পরিস্থিতি, কোনও ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন কিনা, জোগান ঠিক আছে কিনা, এসব খতিয়ে দেখবে রাজ্য সরকারের টাস্ক ফোর্স।
টাস্ক ফোর্সের আশা, আগামী ১৫ দিনের মধ্যে দাম কিছুটা নিয়ন্ত্রণে আনা যাবে।