কিডনিতে সমস্যা

চিকিৎসক প্রিয়ঙ্কা রোহতগি বলেছেন, টমেটোতে অক্সালেটের পরিমাণ খুবই কম। যার ফলে কিডনিতে পাথর হয়ে থাকে। এছাড়াও আমেরিকার ইউএস ডিপার্টমেন্ট অফ হেল্থ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এর তথ্য বলছে, ক্রমাগত কিডনি সংক্রান্ত সমস্যা থেকে থাকলে টমেটো খাওয়ার ক্ষেত্রে সাবধান হোন। কারণ কিডনির সমস্যা থাকলে পটাশিয়াম ধর্মী খাবার খাওয়া উচিত নয়। আর টমেটোতে তা বেশি থাকে।

অ্যাসিড রিফ্লাক্স

বেশি টমেটো খেলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হয়। বেশি টমেটো খাওয়ার ফলে শরীরে বাড়তি গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হয়ে বুকজ্বালার মতো সমস্যা তৈরি হয়। হজমের সমস্যা যদি আগে থেকেই থাকে, তাহলে টমেটো খাওয়ার ক্ষেত্রে সাবধান হোন।

জয়েন্ট পেইন

ক্রমাগত বেশি করে টমেটো খেতে থাকলে তাতে জয়েন্ট পেইনের সমস্যা হয়। জয়েন্টে অ্যালকালয়েড জমে যেতে পারে। টমাটো বেশি খেলে জয়েন্টে প্রদাহ দেখা দিতে পারে।