নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরু এফসি-কে ২-১ গোলে হারিয়ে আইএসএলের সেরা ছয়ের তালিকায় জায়গা করে নিলো ইস্টবেঙ্গল এফসি। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সল ক্রেসপো ও ক্লেটন সিলভারের অনবদ্য গোলে ম্যাচ জিতে নেয় লাল-হলুদ বাহিনী।

সমতা রক্ষা করার চেষ্টা করেও সুনীল ছেত্রীরা চলতি ম্যাচে জিততে পারলোনা। আইএসএলে এই প্রথমবার পরপর দু’টি ম্যাচে জিতল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ছ’নম্বরে উঠে এল কলকাতার দল।
/anm-bengali/media/post_attachments/e3b195725348ba3d1ed6cd50bd000f5bd05a9df288d71221bc8b1e1145e5ae85.jpg)
/anm-bengali/media/post_attachments/26a25f134eb2d1d90f60c4358652e93457bdd4488e6c5368841b866a6ae9932b.webp)