নিজস্ব সংবাদদাতাঃ জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইশিকাওয়া প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সকাল ৬টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ইশিকাওয়া প্রদেশের ওয়াজিমা ও সুজু শহরে ভূমিকম্পের স্কেলে ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। উপরন্তু, নোতো শহর এবং আনামিজু শহর সহ নিগাতা প্রিফেকচারের কিছু অঞ্চলে ৪ এর তীব্রতা রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের পরে, পূর্ব জাপান রেলওয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হোকুরিকু শিনকানসেন এবং জোয়েতসু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে। জানা গিয়েছে, সকাল ৬টা ৫০ মিনিটে পুনরায় বুলেট ট্রেন পরিষেবা শুরু হয়।