নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জে মঙ্গলবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সূত্রে খবর, ৬.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামির কোনো হুমকি নেই।