নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোরে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
/anm-bengali/media/media_files/Mighv7GPxMd39ppYIcDn.jpg)
ভূমিকম্পের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার এবং উপকেন্দ্র ছিল আম্বুন্তির ছোট্ট বসতি থেকে ৩২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)