নিজস্ব সংবাদদাতা: ইএএম ডাঃ এস জয়শঙ্কর আজ কাচাথিভু সমস্যাটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন,
"১৯৭৪ সালে, ভারত ও শ্রীলঙ্কা একটি চুক্তিতে উপনীত হয়েছিল যেখানে তারা একটি সামুদ্রিক সীমানা এঁকেছিল এবং সামুদ্রিক সীমানা আঁকতে গিয়ে কাচাথিভুকে শ্রীলঙ্কার সীমানার পাশে রাখা হয়েছিল..."