নিজস্ব সংবাদদাতা: ২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপের ফাইনালে সাক্ষাৎ হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের। সে বার ইস্টবেঙ্গল জিতেছিল ২-১ ব্যবধানে। ২০২৩ ডুরান্ড কাপেরও ফয়সালা হবে কলকাতা ডার্বি দিয়ে। ২টি দলেরই ১৬ বার ডুরান্ড কাপ ট্রফি জয়ের রেকর্ড রয়েছে। অর্থাৎ রবিবাসরীয় ফাইনালে যে দল জিতবে তারাই ট্রফি জয়ের নিরিখে এগিয়ে যাবে।
এমন দুর্দান্ত ম্যাচ দেখার চাহিদা রয়েছে সকলেরই। কিন্তু অনেকেই টিকিট পাননি। আবার অনেকে কলকাতা এসে ম্যাচ দেখতে পারবেন না। কিন্তু ম্যাচ দেখার প্রবল ইচ্ছা। তাহলে উপায় কি? উপায় আছে, ঘরে বসেই দেখতে পারবেন এই ম্যাচ। আর কীভাবে তার উত্তর দেব আমরা।
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ২০২৩ ডুরান্ড কাপের ফাইনাল হবে ৩ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৪টে থেকে।
ম্যাচ হচ্ছে কলকাতা সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে।
এই ম্যাচ সরাসরি সম্প্রচার হবে সোনি টেন ২, সোনি টেন ২ এইচডি চ্যানেলে।
এছাড়াও, ফাইনালের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে।
মোহনবাগানের সেমিফাইনালের ম্যাচ জিও টিভিতেও দেখানো হয়েছিল। সেই বার বলাই হয়েছিল, যাদের জিও টিভিতে সাবস্ক্রিপশন করা নেই, তারাও বিনামূল্যে দেখতে পারবেন এই ম্যাচ। ম্যাচের নির্দিষ্ট টাইমেই দেখা গিয়েছিল সেটি। এবারেও ফ্যানেরা মনে করছেন সেই ভাবে ম্যাচ দেখার সৌভাগ্য থাকছে। তাহলে জিও টিভিতেও দেখা যাবে ফাইনালের লাইভ সম্প্রসারণ।