বজবজে জোড়া খুন, মূল কাণ্ডারী তৃণমূল

জানা যাচ্ছে, অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে ওই ব্যবসায়ীদের কোনও বিবাদ ছিল। আর তার জেরেই হয়তো এই খুন।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
1223

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গলার নলি কেটে কুপিয়ে খুন করা হল বজবজের দু’জনকে। খুনের নেপথ্যে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা, অভিযোগ পরিবারের। নিহত দুই ব্যক্তির নাম মহাদেব পুরকায়স্থ ও তাঁর সঙ্গী গণেশ নস্কর।

যা জানা যাচ্ছে, একসময় মহাদেবের সঙ্গে জমির দালালি করতেন বজবজ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য। পরে দালালি ছেড়ে মাছ-মাংস বিক্রি শুরু করেন মহাদেব। অভিযোগ, তৃণমূল নেতার সঙ্গে মহাদেবের কোনও ব্যবসায়িক বিবাদ ছিল। তার জেরে তৃণমূল নেতা প্রায়ই হুমকি দিতেন। ২ দিন আগেও তিনি মহাদেবের বাড়িতে যান। এরপর এই জোড়া খুন হয় বলে জানা যাচ্ছে।

এই ঘটনায় তৃণমূল নেতা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বজবজ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে, তবে মূল অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক।