নারকেল তেল

চুলের যত্নে নারকেল তেলের খুব ভালো। চুল ঝরা থেকে খুশকির সমস্যা, এক ফোঁটা নারকেল তেলেই হবে সমাধান। বর্ষায় সপ্তাহে তিন দিন অন্তত এই তেল চুলে মাখুন। উপকার পাবেন।

ডিমের কুসুম

চুলের জেল্লা ফেরায় ডিমের কুসুম। ডিম ফাটিয়ে শুধু কুসুমটা আলাদা পাত্রে নিয়ে ভাল করে ফেটিয়ে চুলের গোড়ায় মেখে ভাল করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে তিন দিন এই নিয়ম মেনে চললেই যথেষ্ট।

ক্যাস্টর অয়েল

চুলের বৃদ্ধিতে ক্যাস্টর অয়েল দারুণ সাহায্য করে। খুশকির সমস্যা বাড়তে পারে না। মাথার ত্বকের রক্ত স়ঞ্চালন স্বাভাবিক রাখে ক্যাস্টর অয়েল। তিন দিন অন্তর এই তেল মালিশ করতে পারেন। চুল খুশকিমুক্ত থাকবে।