ভয়াবহ হামলা! ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থান, ভয়ে কাঁপছে দেশের মানুষ

ইউক্রেনের উপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।

author-image
Aniruddha Chakraborty
New Update
,ক্মণ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের ওডেসা অঞ্চলের ইজমাইল জেলায় রুশ ড্রোন হামলায় বন্দরের অবকাঠামো, শস্যের সাইলো এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির গভর্নর ওলেহ কিপার।

গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের বন্দর থেকে নিরবচ্ছিন্নভাবে শস্য রফতানির অনুমতি দিতে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি পুনরায় শুরু করার আলোচনার মধ্যে রাশিয়া ইউক্রেনের শস্য রফতানি অবকাঠামোর উপর আক্রমণ বাড়িয়েছে।

কিপার বলেন, 'গত পাঁচ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ ড্যানুব নদী বন্দরে এই হামলায় একজন আহত হয়েছেন।'

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোঁড়া ৩৩টি ড্রোনের মধ্যে ২৫টি ভূপাতিত করা হয়েছে।