পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে ওয়ার্কশপ কাম মডেল প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়। এই অনুষ্ঠানে একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি মডেল নিয়ে উপস্থিত হয়।
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ বিভাগের সহযোগিতায় একটি ওয়ার্কশপ কাম মডেল প্রদর্শনীর আয়োজন করেছিল।
উক্ত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডঃ কল্যাণ রুদ্র জানিয়েছেন যে, ''মিশন লাইফ একটি সচেতনতামূলক কর্মসূচি। এটি সারা দেশ জুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে বাস্তুতন্ত্র তথা পরিবেশের অবক্ষয় শুরু হয়েছে। সেই অবক্ষয়ের ফলে পৃথিবীর চারটি স্তর যেমন, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যটমোস্ফিয়ার এবং বায়োস্ফিয়ার ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে পৃথিবীপৃষ্ঠ ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। এছাড়াও, মাটি তার উর্বরতা হারাচ্ছে। জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সুতরাং মিশন লাইফ এর উদ্দেশ্য হচ্ছে জীবন শৈলীকে পরিবেশ বান্ধব করে তুলতে হবে। ''