নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতির সম্পর্কে, বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেছেন, "ডেঙ্গির বিষয় দুটো। এক নাগরিককে সতর্ক হতে হবে। যত্রতত্র নোংরা ফেললে হবে না। বাড়ির মধ্যে আগাছা জন্মাতে দেওয়া যাবে না। আমাদের নিজস্ব ক্ষেত্রে ফুল শার্ট, ফুল প্যান্ট পরতে হবে। মশার কামড় থেকে বাঁচার জন্য যা যা ব্যবস্থা, অর্থাৎ মশারি টাঙাতে হবে, মশার কয়েল কিনতে পাওয়া যায়, অযথা জল রাখা যাবেনা।
নাগরিক সচেতনতা বাড়াতে হবে। আমরা যদি আমাদের উঠোনটাকে পরিষ্কার রাখতে পারি, তবে কিন্তু আমরা এডিস মশার বংশবৃদ্ধি আটকাতে সক্ষম হবো। আরেকটা দায়িত্ব পালন করতে হবে সরকারকে। পুজো আসছে। যত্রতত্র বাঁশ পোঁতা হচ্ছে। বৃষ্টিটা বিক্ষিপ্তভাবে হচ্ছে। ফলে সেই গর্তে জল জমতে পারে। আর অল্প একটু জল জমলেই কিন্তু, এডিস মশার বাড়বাড়ন্ত হবেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সরকারকে নিয়মিত ভাবে প্রচার চালাতে হবে যে অযথা জল জমতে দেবেন না। রাস্তাকেও পরিষ্কার রাখতে হবে। ব্লিচিং পাউডার ছড়িয়ে কিচ্ছু হবেনা। অ্যান্টি লার্ভা অয়েল যদি নিয়মিত ছড়ানো যায় তবে কিন্তু এই সমস্যাটা প্রশমিত হবে।"