নিজস্ব সংবাদদাতাঃ শক্তিশালী সীমান্ত থাকার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (স্থানীয় সময়) দাবি করেছেন, লাখ লাখ মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। শক্তিশালী সীমান্তের পাশাপাশি 'সৎ, অবাধ ও সুষ্ঠু' নির্বাচনেরও আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট।
নিউ হ্যাম্পশায়ারের লন্ডনডেরি সিটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের সৎ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং শক্তিশালী সীমান্ত রয়েছে। সীমানা না থাকলে নির্বাচন না থাকে, দেশ থাকে না। আপনারা দেখছেন সীমান্তে কী হচ্ছে। সীমান্তে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমাদের দেশে লাখ লাখ মানুষ অবৈধভাবে ঢুকছে। অনেকে এসেছেন কারাগার থেকে। প্রচুর জঙ্গি ঢুকছে। তারা মানসিক প্রতিষ্ঠান থেকে আসছে। এটা সত্যিই খারাপ।"
উত্তর সীমান্তের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সাবেক প্রেসিডেন্ট বলেন, "বাইডেন প্রশাসন ইতিহাসের অন্যতম 'জঘন্যতম' কাজ করেছে এবং এটিকে দেশের ইতিহাসে 'সবচেয়ে খারাপ ট্র্যাজেডি' বলে অভিহিত করেছে। হয় তারা খুব বোকা, যা আমি বিশ্বাস করি না বা তারা আমাদের দেশকে ঘৃণা করে।"