নিজস্ব সংবাদদাতা: বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শর্তসাপেক্ষে মিলেছিল সভা করার অনুমতি। আইএসএফকে আগামী ২১ জানুয়ারী ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তবে সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অতএব ভিক্টোরিয়া হাউসের সামনে হচ্ছে না আইএসএফের সভা।
এদিন প্রধান বিচারপতি, রাজ্যের ব্যাখ্যা শুনে বলেন, “গত বছর আইএসএফের সভায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তা ভুলে যায়নি আদালত। সেই ঘটনার জন্যে জেলেও গেছেন নওশাদ সিদ্দিকী। অর্থাৎ এই সভার যিনি প্রধান বক্তা, তিনিই ওই ঘটনার মূল অভিযুক্ত। তিনি এখন জামিন নিয়ে বাইরে আছেন। তাই তাঁর কথা কেউ শুনবে কিনা, সেটা নিয়ে প্রশ্ন থাকছে। তাই সরকার যে স্থান ঠিক করে দিয়েছে, সেখানেই সভা করতে হবে তাঁদেরকে। ২১ তারিখ পুলিশের ম্যারাথন রয়েছে। সভার থেকে ম্যারাথন গুরুত্বপূর্ণ”।
অতএব সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতি এদিন সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেন। রাজ্যের বেছে দেওয়া ইন্ডোরেই করতে হবে সভা বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।