প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের পাশে ব্লক প্রশাসনের "দিশারী"

আগামী দিনে কোচিংয়েরও পরিকল্পনা রয়েছে।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: বর্তমানে সরকারি বা বেসরকারি, কেন্দ্র সরকারের চাকরি বা রাজ্য সরকারের চাকরি সব ক্ষেত্রেই প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি। আর এক্ষেত্রে অনেকেই বিশেষত যাদের টাকা পয়সা আছে তারা বড় বড় প্রতিস্টানে পড়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। কিন্তু এমনও কিছু মেধাবী পড়ুয়া রয়েছে যাদের আর্থিক সমস্যার জন্য সেই ভাবে পেরে ওঠে না বা বই পত্র পায় না। তাই তাই তাদের পাশে দাঁড়ালো ডেবরা ব্লক প্রশাষন। ডেবরা ব্লক প্রশাষনের উদ্যোগে প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের জন্য খোলা হোলো নতুন গ্রন্থাগার। যা ব্লক অফিসের বিল্ডিংয়েই রয়েছে। নাম দেওয়া হয়েছে "দিশারী"। যেখানে এই সমস্ত পরীক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের বই এই অফিসে বসেই পড়তে পারবে। আগামী দিনে কোচিংয়েরও পরিকল্পনা রয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, প্রথম পর্যায়ে একসঙ্গে ৩০-৪০ জন পড়তে পারবে। অফিস টাইম থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে এই গ্রন্থাগার।  শনিবার আনুষ্ঠানিক ভাবে দিশারীর উদ্ধোধন করেন খড়্গপুরের মহকুমা শাষক পাতিল যোগেশ অশোক রাও। অনুষ্ঠানে ছিলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী,জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস, ডেবরা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেকটর মেদিনীপুর সদরের মৃদুল সামারি সহ অনান্যরা। ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, '' আমরা এই উদ্যোগ নিয়েছি ডেবরা ব্লকের প্রত্যন্ত গ্রামীন এলাকার যারা মেধাবী এবং এই ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য। পাশাপাশি সবাই এই গ্রন্থাগারে আসতে পারেন। আমরা আগামী দিনে কোচিং করারও চিন্তাভাবনা রেখেছি। যারা WBPS, WBCS, IPS, IAS এর ওপর পড়াশুনা করে পরীক্ষায় বসতে চায় তাদের জন্যও এই গ্রন্থাগারে বইপত্র রাখা থাকবে। আমরা যদি সেই ভাবে রেসপন্স পাই এটাকে আরো বড় ভাবে করার পরিকল্পনা রয়েছে। আর প্রশাসনের এই উদ্যোগে খুশি পড়ুয়ারা। তারা ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।''  

Add 1