পুনর্নির্বাচনেও বোমাবাজি চলছে দিনহাটাতে

দিনহাটায় চলছে পুনর্নির্বাচন। অথচ এদিন সকালেও শোনা গেল বোমের আওয়াজ। যা নিয়ে শুরু হয়েছে নতুন করে অশান্তি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bomb malda.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোটের মরশুমে আলাদাই ইতিহাস তৈরি করেছে কোচবিহারের দিনহাটা। সন্ত্রাস, বোমাবাজি, সংঘর্ষ, মৃত্যু- কোনও কিছুই বাদ পড়েনি দিনহাটা থেকে। আর ভোটের দিন কার্যত সন্ত্রাসের আঁতুর ঘর হয়ে উঠেছিল এই জায়গা। সেদিন অনেক মা-ই হারিয়েছেন তাঁদের সন্তানকে।

আর আজ সেই জায়গাতেই চলছে পুনর্নির্বাচন। অথচ এদিন সকালেও শোনা গেল বোমের আওয়াজ। এদিন সকালে দিনহাটার শিবেশ্বরে বোমাবাজি হতে দেখা যায়। একদল দুষ্কৃতীকে দেখা যায় বাঁশ বাগানের ভিতর থেকে বোমা ছুঁড়তে।

তবে আজ সকাল থেকেই সক্রিয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ফলে বোমাবাজি শুরু হলেও তা বেশিক্ষণ কার্যকরী হতে দেয়নি বাহিনী। বাঁশ বাগানের ভিতরে ঢুকেই ছত্রভঙ্গ করেছে দুষ্কৃতীদের উপস্থিতি। আপাতত স্বাভাবিক পরিস্থিতি।