বিডিওদের সম্পর্কে এ কি বললেন দিলীপ ঘোষ?

“বিডিওরাই গণ্ডগোলের মাথা। বিডিও অফিস ঘুঘুর বাসা। পঞ্চায়েত ভোট ওখান থেকেই পরিচালনা হচ্ছে। মনোনয়ন দিয়েও বাতিল করা ওখান থেকেই হচ্ছে। বিডিও অফিস গুলো এখন দুর্নীতির আখড়া”; বলছেন দিলীপ ঘোষ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dilip ghosh chor.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অবশেষে তৎপর হয়েছে কমিশন। একাধিক জেলার বিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কমিশন। ভাঙড়, মিনাখার বিডিওদের শোকজ করা হতে পারে বলেও জানা যাচ্ছে। আর এরই মধ্যে বিডিওদের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

তাঁর কথায়, “বিডিওরাই গণ্ডগোলের মাথা। বিডিও অফিস ঘুঘুর বাসা। পঞ্চায়েত ভোট ওখান থেকেই পরিচালনা হচ্ছে। মনোনয়ন দিয়েও বাতিল করা ওখান থেকেই হচ্ছে। তৃণমূলকে অনৈতিক ভাবে সুবিধা দেওয়া তাও সেখান থেকেই পরিচালনা হচ্ছে। বাধ্য হয়ে বা ভালো সাজার জন্য বিডিওরা এইসব কাজ করছেন। অত্যন্ত নিন্দনীয়। ১০০ দিনের কাজের টাকা বিডিও অফিস থেকেই লুঠ হচ্ছে। বিডিও অফিস গুলো এখন দুর্নীতির আখড়া”।

এদিন কার্যত এই ভাবেই বিডিওদের বিরুদ্ধে সুর চড়ান দিলীপ ঘোষ।