নিজস্ব প্রতিনিধি, দীঘা: দীঘায় সমুদ্রের রঙ বদল। ঘোলা কাদা মাটিতে কর্দমাক্ত সমুদ্রের জল। কৌশিকী অমাবস্যার দিন সমুদ্রের এমন ভোল বদলে মন খারাপ পর্যটকদের। দীঘার সৈকতে প্রতিদিনই পর্যটকদের ঢল লেগে থাকে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি ও সকালের দিকে সমুদ্র উত্তাল থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রঙ বদল হতে দেখা যায়। সমুদ্রের কাদামাখা জলে স্নান করছে হাতে গোনা কয়েকজন পর্যটক। এই জলে স্নান না করেই ফিরে যাচ্ছে অনেক পর্যটক। বহুদূর থেকে সমুদ্র স্নানের আশায় এসেও আশাহত হতে হচ্ছে তাদের।
ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, শংকরপুর থেকে মন্দারমনি পর্যন্ত দীর্ঘ সমুদ্রসৈকতজুড়ে এমন সমুদ্রের রং বদল। সাধারণত প্রবল বৃষ্টির সময়ে এই ধরনের সমুদ্রের রূপ দেখা যায়। সমুদ্রের সিভিল ডিফেন্সের কর্মী জানালেন যে দীঘার সমুদ্রের অদূরেই একটি চড়া সৃষ্টি হয়েছে। তার থেকেও কাদা মেশানো জলের সৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃষ্টির সময়ে বিভিন্ন জায়গা থেকে কাদামাটির জল এসে মেশে সমুদ্রের সাথে। বাঙালির প্রিয় ডেস্টিনেশন 'দীপুদা' বরাবরই পর্যটকে ঠাসা থাকে। সেই পর্যটক শহর দীঘায় এসে সমুদ্রের কাদা জল দেখে হতাশ পর্যটকরা। সমুদ্রকে কাছে পেয়েও স্নান না করতে পেরে মন খারাপ পর্যটকদের। এই জলে স্নান করতে রীতিমতোই ভয় পাচ্ছে পর্যটকরা। এই জলে স্নান করলে ত্বকের অনেক সমস্যা হতে পারে, এমনটাই আশঙ্কা করছে বাইরে থেকে আসা পর্যটকরা। যদিও স্থানীয় বাসিন্দারা বলছে যে কয়েক ঘণ্টার মধ্যেই আবার সমুদ্র স্বাভাবিক হয়ে যাবে। এই ধরনের সমুদ্রের রূপ সচরাচর দেখা যায় না, মাঝে মধ্যে দেখা যায়। আবার জোয়ার এলেই সমুদ্রের স্বাভাবিক রূপ ফিরে আসবে।