একটাও অভিযোগ নেই এখনও, নজির গড়তে চলেছে ধূপগুড়ি?

সকাল ৯টা পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে ১৭ শতাংশের কিছু বেশি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp_Image_2023-09-05_at_10.32.07_AM_202309.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার এই মুহুর্তে সামনে চলে এসেছে। সকাল ৯টা পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে ১৭ শতাংশের কিছু বেশি। প্রায় আড়াই লক্ষ ভোটার ভোট দিচ্ছে এই উপনির্বাচনে।

আর এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি সামনে আসছে তা হল এক অনন্য নজির গড়তে চলেছে এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। পঞ্চায়েত নির্বাচনে যে উত্তেজনার চিত্র বাংলা দেখেছিল, সেই চিত্র নিয়ে ভয় ছিল এই উপনির্বাচনেও। যার জন্যে আগাম প্রস্তুতি হিসেবে ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে ভোটকে ঘিরে। আর যা জানা যাচ্ছে, এখনও পর্যন্ত একটি অভিযোগও জমা পড়েনি নির্বাচন কমিশনে। কোনও রকম কোনও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগও নেই। আর এতেই বলা হচ্ছে, যে সব কিছু ঠিক থাকলে, আর এরকমই দিনভর চিত্র থাকলে ধূপগুড়ি নজিরবিহীন কেন্দ্র হিসেবে নাম করতে চলেছে।