নিজস্ব সংবাদদাতা: বুধবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ আচমকায় কলকাতা বিমানবন্দরে আগুন লাগে। বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় আগুন দেখা যায়। দমকলের সাহায্যে প্রায় দেড় থেকে ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু প্রশ্ন হল আগুন লাগল কীভাবে? যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা সেহেতু সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার। তা স্বত্ত্বেও আগুন লাগল কীভাবে? সেই সঠিক কারণ সন্ধান করতেই বিমানবন্দরে আসছেন ডিজিসিএ-র আধিকারিকরা।
আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে পা রাখবেন তারা। আগুন লাগার সঠিক কারণ সন্ধান করতেই এখানে আসছেন তারা। ঘটনাস্থল এবং আশেপাশের এলাকা পরিদর্শন করবেন তারা। কোনও রকম বিদ্যুৎ সংযোগে সমস্যা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখবেন তারা।