কাকার ফ্যান দেব!

কেশপুরের ঘটনাকে কেন্দ্র করে নতুন তথ্য এলো প্রকাশ্যে। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
GHJKM,J

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই কেশপুরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ এক বক্তৃতা দিতে গিয়ে তার খেই হারিয়ে ফেলেন।

HIRAN.JPG

তখনই, কেশপুরের বিশ্বনাথপুর অঞ্চলের এক মাঝ বয়সী বাসিন্দা তাকে বলেন, 'কেন বাংলা ভাষায় বলো!" সমাজমাধ্যমে এই ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়। নেটিজেনরা এই ভিডিও শেয়ার করে ক্রমাগত ট্রোল করতে থাকে এই বিজেপি প্রার্থীকে। তারপরই, ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভা করতে যান তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

Dev-vs-Hiran

সেখানে গিয়েই, এই মাঝবয়সী বাসিন্দার সঙ্গে ছবি তোলেন তিনি। তারপর, দেব তার সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, " সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান।" মুহূর্তেই দেবের এই পোস্ট সমাজমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ মনে করছে, এই ছবি পোস্টের মাধ্যমে হিরণকে নাম না করেই আক্রমণ করেছেন দেব। 

Add 1