নিজস্ব সংবাদদাতা: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। আরও খারাপ হবে পুজোর সময়, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে ভাইরোলজিস্টরা। এমন অবস্থায় এই ডেঙ্গি পরিস্থিতি ঘিরে নতুন করে জন্ম নিয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
গতকাল বিরোধী দলনেতা স্বাস্থ্যভবনে বিক্ষোভ দেখিয়েছিলেন। আর আজ আসানসোলের ডেঙ্গি পরিস্থিতি তুলে ধরলেন জিতেন্দ্র তিওয়ারি। এদিন তিনি টুইট করে লেখেন, “আজ থেকে ঠিক ২ মাস আগে যে সতর্কবার্তা দিয়েছিলাম সেটা Seriously বিবেচনা করলে আসানসোলে আজ ডেঙ্গির এই ভয়াবহ পরিস্থিতি হত না। বলতে বাধ্য হচ্ছি আসানসোলের দায়িত্ব এখন কয়েকজন অসম্বেদনশীল এবং অদূরদর্শীদের হাতে”।
এদিন কার্যত এই ভাবেই তৃণমূল এবং আসানসোলের তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে আক্রমণ করলেন জিতেন্দ্র তিওয়ারি।