নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। গত এক সপ্তাহে উত্তর ২৪ পরগণার গ্রামাঞ্চল ও শহর মিলিয়ে ১ হাজার ৩০৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। এই মূহুর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। যার মধ্যে উত্তর ২৪ পরগণার চিত্র সবচেয়ে ভয়াবহ।
সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৯১ জন। দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই মরশুমে আক্রান্তের সংখ্যা ৫২০। গ্রামাঞ্চল সবথেকে বেশি আক্রান্ত বনগাঁ ব্লকে, সংখ্যাটা ৪৬৩। হাবড়া ২ নম্বর ব্লকে আক্রান্তের সংখ্যা ৩০০-র কাছাকাছি। রাজারহাট ব্লকে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।