নিজস্ব সংবাদদাতা: বর্ষার হাত ধরে রাজ্যে ফিরল ডেঙ্গি-আতঙ্ক। ৭ দিনে রাজ্যে আক্রান্ত ১২৯ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৬ জুন পর্যন্ত রাজ্যে এই ৬ মাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৩২৮ জন।
ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগণায়। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭৬ জন। ২ নম্বরে রয়েছে মালদা জেলা, সেখানে আক্রান্তের সংখ্যা ১৭৪ জন। মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। কলকাতায় চলতি বছরে এখনও পর্যন্ত ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক। প্রায় ১ লক্ষ ৭ হাজার জন আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গিতে। তাই এবার বর্ষা শুরু হতেই এই ডেঙ্গি হানা চাপ বাড়াচ্ছে প্রশাসন ও চিকিৎসক মহলের।