সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপির যুব মোর্চার পথ অবরোধ করে বিক্ষোভ

ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিতে আগুন লাগিয়ে বিরোধ প্রদর্শন করেন।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়াঃ সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানাতে দুপুর তিনটে থেকে প্রায় ২৫ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। যার ফলে প্রবলযানজটের সৃষ্টি হয় জামুড়িয়ার সিনেমা মোড়ে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিতে আগুন লাগিয়ে বিরোধ প্রদর্শন করেন।

বিজেপি নেতা অভিজিৎ রায় জানান ' যেভাবে সন্দেশখালিতে তৃণমূলের নেতাকর্মীরা মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে তা মধ্যযুগীয়। ' তিনি আরও জানান যে, যেভাবে রাত্রি বারোটার সময় মহিলাদের ঘর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাত তৃণমূলের নেতাকর্মীরা। গোটা ঘটনায় পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। তিনি আরও জানান যে, ' কিছু ছোটখাটো নেতাকে গ্রেফতার করে রামুর নেতা শাহজাহান শেখকে বাঁচাতে চাইছে রাজ্য সরকার। ' 

v