শিক্ষা ক্ষেত্রে ১৬,৩৯৬ কোটি টাকা বরাদ্দ করলো দিল্লি সরকার

কেজরিওয়াল সরকার সবসময় শিক্ষা ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
ZXCVBNM,

নিজস্ব সংবাদদাতা: দিল্লির অর্থমন্ত্রী অতীশি বলেছেন, "৭৬,০০০ কোটি টাকার এই বাজেটে কেন্দ্রীয় করের অংশ হিসাবে একটি পয়সাও পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত এমনটাই হয়ে আসছিলো যে ধনী লোকের ছেলে ধনী হবে এবং গরীব লোকের ছেলে গরীব হবে। কিন্তু এটি তো সম্পূর্ণরূপে 'রাম রাজ্য' ধারণার বিপরীত। কেজরিওয়াল সরকার এই ধারণা বদলে দিয়েছে। শ্রমিকদের ছেলে মেয়েরা আজ বড়ো বড়ো অফিসে কাজ করতে যাচ্ছে। ২,১২১ টি বাচ্চা কেজরিওয়ালের সরকারি স্কুল থেকে পড়াশোনা করে JEE এবং NEET পরীক্ষার মতো কঠিন পরীক্ষা পাশ করেছে। আমাদের সরকার শিক্ষাকেই অগ্রাধিকার দেয় সবসময়। সরকার তার ১/৪ ভাগ টাকা শুধু শিক্ষাখাতেই ব্যয় করে। এই বছরের জন্য শিক্ষা খাতে আমরা ১৬,৩৯৬ কোটি টাকার ব্যবস্থা করছি।"

Add 1

cityaddnew

স

Addd 3