পুরসভার বাজেটে কোটি কোটি টাকার ঘাটতি

২০২৪ থেকে ২৫ অর্থ বর্ষের বাজেট পেশ।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতাঃ আজকে রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম ২০২৪ থেকে ২৫ অর্থ বর্ষের বাজেট পেশ করতে চলেছেন। সূত্র মারফত জানা গিয়েছে যে, এবারের এই পুরসভার বাজেটে কোটি কোটি টাকার ঘাটতি রয়েছে। 

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, বর্তমানে মেয়র ফিরহাদ হাকিম পেটের সমস্যাতে ভুগছেন। তাই আজ অ্যাম্বুল্যান্সে করেই পুরভবনে বাজেট পেশ করতে যাবেন মেয়র। 

পুরসভা সূত্রের খবর, ২০২৪-’২৫ অর্থবছরের জন্য ফের বিপুল পরিমাণ ঘাটতি বাজেট পেশ করতে চলেছেন মেয়র। পুরসভার অর্থ দফতরের আধিকারিকেরা জানাচ্ছেন, আয়ের সঙ্গে খরচের সামঞ্জস্য না থাকায় কোষাগারে অভাব থেকেই যাচ্ছে। ২০২১-’২২ অর্থবর্ষে সম্পত্তিকর আদায়ের মোট পরিমাণ ছিল ৮৯০ কোটি টাকা। ২০২২-’২৩ অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় ১১০০ কোটি টাকা। চলতি, অর্থাৎ ২০২৩-’২৪ অর্থবছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পত্তিকর আদায়ের পরিমাণ ১০৬৯.৩৬ কোটি টাকা। এই অর্থবছর শেষ হতে এখনও দেড় মাস বাকি। পুরসভার অর্থ দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘ গত তিনটি অর্থবর্ষের নিরিখে চলতি অর্থবর্ষে সম্পত্তিকর আদায় (শতাংশের হারে) একেবারেই সন্তোষজনক নয়। পুরসভার আয়ের প্রধান উৎসই সম্পত্তিকর। ’’

v