নিজস্ব সংবাদদাতাঃ জাহাজ, নৌকা, এরোপ্লেন কেন উধাও হয়ে যায় পৃথিবীর এই স্থান থেকে? জানেন এটি কোন জায়গা ? এটি হল বারমুডা ট্রায়াঙ্গল। এটি আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল।
বিশেষজ্ঞদের মতে, এটির এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তে রিকোর সান জুয়ান। তাই এর নাম দেওয়া হয়েছে বারমুডা ট্রায়াঙ্গল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই অঞ্চলে এসে কোথাও হারিয়ে যায় জাহাজ, নৌকা, এরোপ্লেন। যেগুলির খোঁজ কখনও পাওয়া যায়নি। বিশ্বযুদ্ধের পরেও অনেকবার এই অঞ্চল থেকে উধাও হয়েছে জাহাজ, নৌকা, এরোপ্লেন। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই রহস্যের কিনারা করে উঠতে পারেননি। তাই এই অঞ্চলকে ঘিরে বহু বছর ধরে রটে গেছে বেশ কিছু মিথ।