নিজস্ব সংবাদদাতা: সাধুর ছদ্মবেশে শিলিগুড়িতে ঘুরে ঘুরে মানুষকে প্রতারনার অভিযোগ।চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ।গ্রেফতার ২ জন।ধৃতদের নাম মহম্মদ জাহিরুল বিহারের কিষানগঞ্জের বাসিন্দা এবং রাজীব পাল ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, মহম্মদ জাহিরুল সাধু বেশে শহরে ঘুরে বেড়াতো।বাড়ি বাড়ি গিয়ে পারিবারিক অশান্তি, কালা জাদুর নামে মানুষকে ভয় দেখাতো।এরপর সোনার সামগ্রী নিয়ে চম্পট দিত।বিভিন্ন জায়গায় এই ধরণের ঘটনা ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯শে আগস্ট শালবাড়ির বাসিন্দা দর্জি লামা নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তিনি অভিযোগ করেন, সাধুর ছদ্মবেশে এক ব্যক্তি তাকে প্রতারণা করেছে।তাঁর কাছ থেকে সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে।এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রতারক মহম্মদ জাহিরুলকে শনাক্ত করে প্রধাননগর থানার পুলিশ।
গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রধাননগর থানার অন্তর্গত এলাকা থেকে মহম্মদ জাহিরুলকে গ্রেফতার করা হয়।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের নাম সামনে আসে।চুরির সোনা কেনার অভিযোগে রাজীব পালকে গ্রেফতার করা হয়।আজ দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।