নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য্য সমাজমাধ্যমে লিখেছেন, "আবার ফেক নিউজ!
অপরাধীদের বাঁচাতে নাকি রাজ্য সরকার ২১ জন উকিলকে দাঁড় করিয়েছে!
হে ঈশ্বর!
সুপ্রিম কোর্ট নিজে থেকে এই কেসটা হাতে নিয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গের ঘটনা, তাই এই কেসে পশ্চিমবঙ্গ সরকার অটোমেটিক্যালি একটা পার্টি। এখন পশ্চিমবঙ্গ সরকারকে তো উকিল রাখতে হবে, সেই উকিলই হলেন কপিল সিব্বল। এবং তার সহযোগী বাকিরা..
এই উকিল গুলো কোনও অপরাধীর পক্ষে লড়ছে না; এরা পশ্চিমবঙ্গ সরকারের উকিল। সরকার প্রথম দিন থেকে কি কি স্টেপ নিয়েছে সেটা সুপ্রিমকোর্টকে বোঝানোর জন্য এরা উপস্থিত হয়েছেন। কোনও অপরাধীকে বাঁচাতে নয়! আই রিপিট, কোনও অপরাধীকে বাঁচাতে নয়।
আমরা সত্যিই এমন একটা সমাজে থাকি যেখানে যে কোনও খবর কাউকে বিশ্বাস করানো খুব সহজ কাজ! এটা দুর্ভাগ্যের..!"