নিজস্ব সংবাদদাতাঃ নেপালে উদ্ধারকর্মীরা শনিবার ভূমিকম্পে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ খনন শুরু করেছেন। গত আট বছরের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ১৫৭ জন নিহত হওয়ার পর জীবিতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে নেপালের পশ্চিমাঞ্চলের জাজারকোট অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এটিকে ৫.৭ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ৫.৬ এ পরিমাপ করেছে।
কর্মকর্তারা আশঙ্কা করছেন, শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর নিহতের সংখ্যা বাড়তে পারে।
জাজারকোট জেলার কর্মকর্তা হরিশ চন্দ্র শর্মা বলেন, 'আহতের সংখ্যা কয়েকশ হতে পারে এবং মৃতের সংখ্যাও বাড়তে পারে।'
ভূমিকম্পের তীব্রতা গুরুতর না হলেও ক্ষয়ক্ষতি ও মৃতের সংখ্যা বেশি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রসঙ্গত, নেপালে ২০১৫ সালে দুটি ভূমিকম্পে প্রায় ৯,০০০ মানুষ মারা যাওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।