নিজস্ব সংবাদদাতাঃ কেনিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১২০ জনে দাঁড়িয়েছে বলে মঙ্গলবার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রেমন্ড ওমোলো এক বিবৃতিতে বলেন, '৮৯ হাজারেরও বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং ১১২টিরও বেশি শিবিরে আশ্রয় নিয়েছে। কেনিয়া এবং এর হর্ন অফ আফ্রিকার প্রতিবেশী সোমালিয়া এবং ইথিওপিয়া এল নিনো আবহাওয়ার প্যাটার্নের সঙ্গে যুক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার সঙ্গে লড়াই করছে, ঠিক যেমন তারা চার দশকের মধ্যে সবচেয়ে খারাপ খরা থেকে বেরিয়ে আসছে।'
প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সোমবার দুর্যোগ নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় বিলিয়ন বিলিয়ন কেনিয়ান শিলিং (মিলিয়ন ডলার) ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বৈঠকের পর প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, 'কেনিয়ার ৭৬ জন নাগরিক নিহত হয়েছেন এবং ৩৫ হাজারেরও বেশি পরিবারকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে।'