ভোটে মৃত্যুমিছিল! সংখ্যা বেড়ে ৩৭

ভোটের দিন সিপিএম প্রার্থীর শ্বশুরকে ব্যাপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে মৃত্যু হয় আক্রান্তের। মৃতের নাম শুকুর আলি শেখ। এই নিয়ে ভোট সন্ত্রাসে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৩৭।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোট সন্ত্রাসে আরও প্রাণহানি। এবার নদিয়ায় কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্যু। অভিযোগ, ভোটের দিন তাঁকে ব্যাপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে মৃত্যু হয় আক্রান্তের। মৃতের নাম শুকুর আলি শেখ। বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আনন্দ বাসে। তাঁর পুত্রবধূ সুনীতা বিবি ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী।

অভিযোগ, ভোটের দিন তাঁর শ্বশুরকে ভোটের বাইরে ব্যাপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল কর্মীরা।