কেঁদেও লাভ হল না, লালবাজার যেতেই হচ্ছে রেজিস্ট্রারকে

ইউজিসির নির্দেশিকা মানা হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর তারই ফল হল স্বপ্নদীপের অকালে চলে যাওয়া। তাই এবার জেরার মুখে পড়তে চলেছেন ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (84) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আতসকাচের তলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাও। এবার লালবাজারে তলব করা হল ডিন অফ স্টুডেন্টস রজত রায় ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে।

জানা গিয়েছে, আজ দুপুর ৩টের সময় তাঁদেরকে তলব করা হয়েছে। ইউজিসি-র নির্দেশিকায় থাকলেও হস্টেল ও ক্যাম্পাসে কেন নেই সিসি ক্যামেরা? মেন হস্টেলে ২০ জন প্রাক্তনী থাকতেন, এই অনিয়মে কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের হস্টেল কি বিনা পয়সার গেস্ট হাউস? বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে কেন নেই কড়াকড়ি? বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।