নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কাণ্ডের রহস্য বলয়ের মধ্যে এবার যুক্ত হয়ে গেল ডিন অফ স্টুডেন্টস-এর নাম। এবার পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপার।
যা জানা যাচ্ছে, ঘটনার দিন রাত ১০টা ৫ মিনিটে এক ছাত্র ফোন করেছিল ডিন রজত রায়কে। জানিয়েছিল, হস্টেলের কোনও স্টুডেন্ট ওই পড়ুয়াকে ভয় খাইয়ে বলেছিল যে হস্টেলে থাকতে গেলে ঝাঁপ দিতে হবে। এই কথা নাকি ডিন অফ স্টুডেন্টস জানার পরেও হস্টেলে ছুটে যাননি। তিনি শুধু সে কথা জানিয়ে ফোন করে বিষয়টি দেখতে বলেন হস্টেল সুপারকে।
এদিকে, হস্টেল সুপার জানিয়েছেন, ওই গ্রেফতার হওয়া ছাত্র সত্যব্রত হস্টেল সুপারকে দেখলেই অশ্লীল অঙ্গি-ভঙ্গি করতেন। বাজে বাজে মন্তব্য করতেন। সেই সব শুনে তিনি আর যাননি সেখানে। এরপর নাকি মাঝে ডিন-এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও আর যোগাযোগ করা যায়নি। ডিন-এর কাছে পরের ফোন ঢোকে রাত ১২টায়। তাঁকে জানানো হয়, এক ছাত্র পড়ে গিয়েছে। সেটা জানার পরও ঘটনাস্থলে আসেননি ডিন অফ স্টুডেন্টস। আর এখানেই রহস্য আরও জটিল হচ্ছে। আর এবার সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।