নিজস্ব সংবাদদাতা: যাদবপুরের পড়ুয়া মৃত্যু তদন্তে আজ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বৈঠক। এদিকে ডিন অফ স্টুডেন্টসকে ফের ডাকতে চলেছে। বহু প্রশ্নের উত্তর মিলছে না, খবর পুলিশ সূত্রে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের কাছে বেশ কিছু নথিও চেয়েছে পুলিশ। হস্টেলে রুম বন্টনের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কিনা? হস্টেলে কীভাবে থাকার ছাড়পত্র পেত প্রাক্তনীরা? এই ধরনের বিষয় সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে, ছাত্র মৃত্যুর ঘটনায় পদত্যাগের দাবিতে ডিনকে গতকাল থেকেই ঘেরাও করে রেখেছিল এফএসডি নামের একটি সংগঠন। বিশ্ববিদ্যালয়ে তাঁর নিজের ঘরেই রাতভর তাঁকে ঘেরাও করে রেখেছিল ছাত্ররা। আর এর জন্যেই গতকাল লালবাজারের ডাক সত্ত্বেও যেতে পারেননি ডিন অফ স্টুডেন্টস। সম্পূর্ণ বিষয়টি তিনি যাদবপুর থানাতে জানিয়েও ছিলেন। আর এদিন তাঁর পুনরায় ডাক পাওয়ার পরই তাঁকে ঘেরাও মুক্ত করে ছাত্ররা। আপাতত রেজিস্ট্রারের ঘরে রয়েছেন তিনি। সেখান থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে আজ তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে।