স্পেন-পর্তুগালে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ? সাইবার আক্রমণ? জানুন বিস্তারিত
হকিতে বিশেষ অবদান, পদ্মভূষণ পেলেন পিআর শ্রীজেশ
ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান, পদ্মশ্রী পেলেন অশ্বিন
পাত্তা দিল না ট্রাম্প প্রশাসন— রাশিয়ার প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতি কি ইউক্রেন যুদ্ধের শেষ আনবে?
পাকিস্তানের মাথায় চলছে কি? কেন বন্ধ হয়ে গেল আকাশসীমা?
জম্মু ও কাশ্মীর বিধানসভায় শোকপ্রস্তাব পাশ, সম্মতি প্রদান বিজেপির
পরিবহন থেকে ক্রীড়া ইভেন্ট : স্পেন-পর্তুগালের ব্ল্যাকআউটে বিপর্যস্ত মানব জীবন
ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
স্পেনে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত মাদ্রিদ, উদ্ধারকাজে ব্যস্ত দমকল ও পৌরকর্মীরা

সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন, এলাকায় চাঞ্চল্য

পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞমহল। 

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতা, দীঘাঃ দীঘার সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। এই নিয়ে পর্যটন শহর দীঘায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনিভাবে পর্যটকরা সেলফি তোলার জন্য ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে। আনুমানিক চারফুট লম্বা এই ডলফিনটিকে বর্তমানে ময়নাতদন্তের পর মাটিতে পুঁতে ফেলা হবে বলে দীঘা বনদপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সকাল ৯ টার নাগাদ ওল্ড দিঘা ব্লুভিউ ঘাটের কাছে ভেসে আসে এই ডলফিনটি। বনদপ্তরের কর্মীদের কথায় এই ডলফিন সাধারণত গভীর সমুদ্রে থাকে। কোন কারণে দলছুট হয়ে তারা পাড়ের দিকে চলে আসে। অথবা ট্রলার বা জাহাজের ফ্যানের ধাক্কায় অনেক সময় আহত হয়ে অনেক সময় তারা দিক ভ্রষ্ট হয়ে পাহাড়ের দিকে  চলে আসে।

এছাড়া বনদপ্তরের পক্ষ থেকে মনে করা হচ্ছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদের জালেও অনেক সময় জড়িয়ে যায় এই ডলফিন গুলি। পরে মারা গেলে ওই সমস্ত মৎস্যজীবীরা তাকে সমুদ্রে ফেলে দিয়ে আসেন। তখনই ভাসতে ভাসতে অনেক সময় পাড়ে চলে আসে। তবে এই সমস্ত প্রাণীরা মারা যাওয়ার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞমহল। 

v