নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল দাউদ ইব্রাহিমকে নিয়ে সামনে এল মারাত্মক খবর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম। এমন খবর সামনে আসছে যে, বিষ দেওয়া হয়েছে আন্ডারওয়ার্ল্ড ডনকে। এই মুহুর্তে করাচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
তবে এখনও কোনও অফিসিয়াল ওয়েবসাইট কিংবা টুইট এই বিষয়টিকে প্রকাশ্যে আনেনি। তাই ঠিক কি কারণে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম হাসপাতালে ভর্তি তা সঠিক ভাবে জানা যায়নি। কিন্তু দাউদ যে ভালো নেই তা বোঝা যাচ্ছে একপ্রকার।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)