গ্রিন টি ব্যাগ
চা খাওয়ার টি ব্যাগ ফেলে না দিয়ে সেটা দিয়েই দাগছোপ দূর করতে পারেন। টি ব্যাগ ব্যবহারের পর তা ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখ বন্ধ করে ১০ মিনিট চোখের উপর রেখে দিন। নিয়ম করে ব্যবহার করলে অল্প দিনেই চোখের নীচের কালো দূর হবে।
চা খাওয়ার টি ব্যাগ ফেলে না দিয়ে সেটা দিয়েই দাগছোপ দূর করতে পারেন। টি ব্যাগ ব্যবহারের পর তা ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখ বন্ধ করে ১০ মিনিট চোখের উপর রেখে দিন। নিয়ম করে ব্যবহার করলে অল্প দিনেই চোখের নীচের কালো দূর হবে।
শসা শুধু ওজন কমায় না, চোখের নীচের কালো দাগছোপ দূর করে। শসা কুচি নিয়ে তার সঙ্গে দই মিশিয়ে প্যাক তৈরি করে ঠান্ডা করতে ফ্রিজে রেখে চোখের নীচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলেই উপকার পাবেন।
দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সিল অ্যাসিড ত্বকে নতুন কোষ তৈরি করে। দই, মধু আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে তা চোখের নীচে ও মুখে দু’বার করে লাগাতে পারলে খুব ভালো। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। তার পর মুখে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার কিংবা অ্যালোভেরা জেল। ত্বক মসৃণ হবে।
{{ primary_category.name }}