নিজস্ব সংবাদদাতা: ঠান্ডার অনুভূতি ভালোই চলছে উত্তরবঙ্গ জুড়ে। এককথায় ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গের জেলাগুলি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দার্জিলিং-এ। ইতিমধ্যেই সান্দাকাফুতে তুষারপাতও হয়ে গেছে। ফলে দার্জিলিং-এর ঠান্ডা এখন হাড় কাঁপাচ্ছে। অবশ্য যারা শীত প্রেমী মানুষ তাঁদের জন্যে দার্জিলিং-এর আবহাওয়া বেশ মনোরম।
আজ দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা যাচ্ছে। আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ শতাংশের কাছাকাছি। তবে শীতের এই গতিতে ছন্দপতন হবে অল্প কিছুদিনের মধ্যেই। তাই খুব আনন্দিত হওয়ার জায়গা নেই এখনই।