নিজস্ব সংবাদদাতা: রাণাঘাট, পুরুলিয়ার পর ফের একবার ভরদুপুরে চলল ডাকাতি। আর সেই ডাকাতি রুখতে গিয়ে চলল গুলি। ঘটনাস্থল খড়গপুর।
ইতিমধ্যেই শুট আউটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২জন। আজ সকাল ১১টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলবাজার জনবহুল এলাকায় একটি সোনার দোকানে, চার জন কিছু জিনিস কেনার অজুহাতে দোকানে ঢোকে। তারপরই দুষ্কৃতিরা অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে লুঠপাট চালায়। সেই সময় দোকানে উপস্থিত ছিলেন সোনার দোকানের মালিক আশিষ দত্ত। তিনি দুষ্কৃতীদের বাধা দিলে তাঁকে বুকে গুলি মারে দুষ্কৃতীরা। দোকানের এক কর্মচারী কেউ হাতে চাকু মারে তারা। তারপর দোকান থেকে চম্পট দেয় তারা।
আহত দুইজনকে এলাকার লোকেরাই দ্রুত খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। অবস্থা সঙ্কটজনক দোকানের মালিকের।
অন্যদিকে, এই ঘটনার পর পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘটনা ঘটার সাথে সাথে আমরা চারিদিকে নাকা চেকিং শুরু করে দিয়েছি। এই ঘটনায় আন্ত:রাজ্যের যোগ রয়েছে বলে আমাদের অনুমান। এই মুহুর্তে ওদের সঙ্গে পুলিশের লাইভ চেসিং চলছে। আমরা সাফল্য পাব বলে আশাবাদী”।
তবে ভরদুপুরে ফের ডাকাতির ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।