মওকা পে চওকা! 'রেমাল' বিপর্যয়ে ট্যাক্সি ভাড়া শুনেই পকেট ফাঁকা!

সপ্তাহের প্রথম দিনেই চলছে না মেট্রো, চলছে না ট্রেন। নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের।

author-image
Shroddha Bhattacharyya
New Update
111

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দিনের আলো ফুটতে না ফুটতেই 'রেমাল' বিপর্যয়ে বিপর্যস্ত কলকাতাবাসী। 'রেমাল'-এর দাপটে বিঘ্নিত মেট্রো ও শিয়ালদহ শাখার রেল পরিষেবা। এছাড়া, কলকাতার রাস্তায় চারিদিকে জলও জমেছে।

Drainage pumping station to clear waterlogged Kolkata street

সপ্তাহের প্রথম দিনে তাই চরম ভোগান্তিতে ভুগছে নিত্য যাত্রীরা। এই আবহেই নিত্যযাত্রীদের অভিযোগ, সামান্য দূরত্বের পথ যেতেই ট্যাক্সি চালকেরা ভাড়া বাবদ দুই থেকে তিন হাজার টাকা দাবি করছে।

Heavy Rains Cause Waterlogging in Kolkata, Trigger Landslide Near Kalimpong  | In Pics - News18

আর 'অ্যাপ ক্যাব' বুকিং নিয়েও রাইড ক্যান্সেল করে দিচ্ছে। অটো রিক্সারও দেখা নেই। ফলে, সপ্তাহের প্রথম দিনেই নাজেহাল অবস্থা হচ্ছে নিত্যযাত্রীদের। 

Add 1