শহর জুড়ে যৌথ মিছিল, স্তব্ধ জনজীবন

সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এই মিছিলে যোগ দিয়েছে রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
21cfrfgtr.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সংগ্রামী যৌথ মঞ্চের লাগাতার ধর্ণার আজ ৩৫৮ তম দিন। বকেয়া ডিএ ও স্বচ্ছ পদে স্থায়ী নিয়োগের দাবিতে ফের আজ রাজপথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ এর সরকারি কর্মচারীরা। রাজ্যের উপর চাপ বাড়াতে মহানগরে মহা সমাবেশ। হাজরা, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন অর্থাৎ শহরের ৩ প্রান্ত থেকে মিছিলের পর শহীদ মিনারে মহাসমাবেশ। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এই মিছিলে যোগ দিয়েছে রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরা।

হাজরার মিছিলে দেখা গেল সেই ছবি। সংগ্রামী যৌথ মঞ্চের সাথে সেখানে পা মেলাল চাকুরিপ্রার্থীরা। গলায় চিঁড়ে ভাজা, মুড়ি, চা-কফির কাপ ঝুলিয়ে প্রতিবাদে সামিল, ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার বঞ্চিত প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকুরিপ্রার্থীরা। তাঁদের দাবি, “মুখ্যমন্ত্রী বলেছেন চা তেলেভাজা এগুলো বিক্রি করতে তাই এইগুলো নিয়ে শিক্ষিত হয়ে রাস্তায় হাঁটছি”। তিন স্তরীয় মিছিলে কার্যত ব্যাহত জনজীবন। রাস্তায় তুমুল যানজটের শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের।

hiren