শুক্রবার রাতেই আছড়ে পড়বে মিধিলি, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলি শুক্রবার রাতেই বাংলাদেশের খেপুপাড়া উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
cyclone 1 .jpg

নিজস্ব সংবাদদাতা: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলি ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। শুক্রবার রাতেই বাংলাদেশের খেপুপাড়ার কাছের উপকূলে মিধিলি আছড়ে পড়তে পারে। 

ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাত পর্যন্ত উপকূলবর্তী এলাকাতে ঝোড়ো হাওয়া বইবে। এই হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।