রেমাল দাপট অব্যাহত সকালেও, কলকাতায় ভেঙ্গে পড়েছে একাধিক গাছ

কলকাতার একাধিক এলাকা থেকেই এই গাছ পড়ে যাওয়ার খবর আসছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cycloneee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাতভর দাপট দেখালো অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’। আজ সকালেও দেখা যাচ্ছে সেই ছবি। একই সাথে ধরা পড়ছে রাতের তাণ্ডবলীলার প্রমাণ। এদিন সকালে কলকাতার আলিপুর এলাকায় উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবেই সেই গাছ গুলি উপড়ে পড়েছে বলে জানা যাচ্ছে। কলকাতার একাধিক এলাকা থেকেই এই গাছ পড়ে যাওয়ার খবর আসছে।

vgfhgjjhk.png

উল্লেখ্য, ঘূর্ণিঝড় 'রেমাল' স্থলভাগে আছড়ে পড়ায় গত রাতে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। আর তার জেরেই এই বিধ্বস্ত অবস্থা তৈরি হয়েছে সর্বদিকে।

ghythyhyu.png

Add 1