Cyclone Biparjoy: কান পাতলে শোনা যাচ্ছে ‘বিপর্যয়’ ধ্বনি!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। তার আগে ভুজের জাখাউ বন্দরের ছবি প্রকাশ্যে এল। ১৫ জুনের মধ্যে গুজরাটের জাখাউ বন্দর ছুঁতে চলেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Jakhau Port

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আর স্থলভাগের দিকে গতি বাড়িয়ে এগিয়ে আসছে সে। যতই স্থলভাগের কাছাকাছি আসছে সে, ততোই যেন তার প্রভাব বোঝা যাচ্ছে সর্বদিকে।

আগামী ১৫ জুনের মধ্যে গুজরাটের জাখাউ বন্দর ছুঁতে চলেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আইএমডি-র তরফে যা জানা যাচ্ছে, ওই সময়ই ঘূর্ণিঝড়টি গুজরাটের ভুজের এই বন্দরকে অতিক্রম করবে। তাই তার আগে সমস্ত মাছ ধরার নৌকোগুলিকে বন্দরে নোঙর দিয়ে রেখেছেন মৎস্যজীবীরা। একে একে সারি সারি ভাবে সজ্জিত রয়েছে ওই নৌকো গুলি। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।