নিজস্ব সংবাদদাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আর স্থলভাগের দিকে গতি বাড়িয়ে এগিয়ে আসছে সে। যতই স্থলভাগের কাছাকাছি আসছে সে, ততোই যেন তার প্রভাব বোঝা যাচ্ছে সর্বদিকে।
আগামী ১৫ জুনের মধ্যে গুজরাটের জাখাউ বন্দর ছুঁতে চলেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আইএমডি-র তরফে যা জানা যাচ্ছে, ওই সময়ই ঘূর্ণিঝড়টি গুজরাটের ভুজের এই বন্দরকে অতিক্রম করবে। তাই তার আগে সমস্ত মাছ ধরার নৌকোগুলিকে বন্দরে নোঙর দিয়ে রেখেছেন মৎস্যজীবীরা। একে একে সারি সারি ভাবে সজ্জিত রয়েছে ওই নৌকো গুলি। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।